উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- 24 তম সারা ভারত কৃষক সম্মেলন অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার তরঙ্গপুর প্রাইমারি স্কুল মাঠ ময়দানে। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। সারা ভারত কৃষক সম্মেলন অনুষ্ঠান মঞ্চে মূলমঞ্চে কালিয়াগঞ্জ ব্লক এর মালগা অঞ্চলের এলাকার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করলেন যেখানে সিপিএম বলতে কিছুই নেই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মূলমঞ্চের প্রায় 100 টি পরিবার সিপিএম এর যোগদান করলেন। সারা ভারত কৃষক সম্মেলন অনুষ্ঠানের ভিড় ছিল চোখে পড়ার মতন কচুর মানুষের সংগম ছিল মূল বক্তার ভাষণ শোনার জন্য।
প্রাক্তন সাংসদ মোঃ সেলিম স্বাগত ভাষণ এর মধ্যে জানান সামনে পঞ্চায়েত ভোট আজকে এই অনুষ্ঠানে মানুষ জমায়েত হয়ে আগামী পঞ্চায়েত ভোটকে জবাব দেবে যোগ্য জবাব দেবে। তৃণমূল যেভাবে দুর্নীতি করছে তারও যোগ্য জবাব দেবে আগামী পঞ্চায়েত ভোটে এমনই আশাবাদী তিনি।
Leave a Reply