আইসিএস ই বোর্ডে রাজ‍্যর পর জেলাতেও বড় সাফল্য আনল জলপাইগুড়ি সেন্ড পল বিদ্যালয়ের ছাত্রী Apabritta Sharma ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- apabritra পারসেনটিস হলো 98,6%।সে টেলিস্কোপ দেখতে পছন্দ করে।তার বাবা অনিরুদ্ধ শর্মা কালিয়াগঞ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।এই মেধাবী ছাত্রীর ইচ্ছা বিজ্ঞান নিয়ে আগামী তে পড়া।এই ধরনের সাফল্যর জন্য সে বিদ্যালয় ও পরিবারের সদস্যদের পরিশ্রম কে সন্মান জানিয়েছে।এই সংবাদ শোনার পর তার কাছে শুভেচ্ছা জানায় আত্মীয় পরিজন থেকে তার বন্ধু বান্ধবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *