সাঁকরাইল ব্লক তৃণমূলের পক্ষ থেকে একুশে জুলাই উপলক্ষে হয়ে গেল পথ মিছিল।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- শাকরাইল থানা অন্তর্গত সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসে রাজগঞ্জ শীতলা তলা থেকে সাঁকরাইলের সংখ্যালঘু সেল ও INTTUC র যৌথ উদ্যোগে মিছিল বের করলো। 21 শে জুলাই এর সমাবেশের সমর্থনে এই মিছিল এর আয়োজন করেন। মিছিলের পা মেলান সংখ্যালঘু সেলের সভানেত্রী নাসিমা কাজী, গ্রামীণ INTTUC র সভাপতি আরুপেশ ভট্টাচার্য, দঃহাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন পাল, সহ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃতরা ও অসংখ্য কর্মীরা পামেলান। মিছিলে অগণিত তৃণমূল সমর্থক পা মেলান এবং আগামী একুশে জুলাই ধর্মতলা যাবার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *