কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- প্যাকেট জাত খাদ্য সামগ্রীর সহ দুধ, দই সহ একাধিক দ্রব্যের ওপর মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্মারক লিপি প্রদান কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির। এদিন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে খাদ্য দ্রব্যের ওপর ৫ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান বলে জানা যায়।
তাদের দাবি, যে হারে রোজ দিন জিনিসপত্র সহ জ্বালানি দ্রব্যের মূল্যবৃদ্ধি হচ্ছে এবং অনেক মানুষই আছে যারা অনাহারে মারা যাচ্ছে। তার ওপর আবার এই ৫% জি.এস.টি বৃদ্ধি, তাহলে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবনা চিন্তারও বাইরে। তাই এই ৫ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবীতে এদিনের এই স্মারকলিপি বলে জানা যায়।
এই নিয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানান, নতুন করে যে পাঁচ শতাংশ জি.এস.টি বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার তা অতিসত্বর মুকুব করতে হবে। আগের দামেই শনাক্ত করে জি.এস.টি রাখতে হবে দ্রব্যর ওপর।
প্রসঙ্গত, গতকাল থেকে কেন্দ্রীয় সরকারের লাগু করা ৫ শতাংশ জিএসটি কার্জকর হয়েছে। আর যার ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। আর এই জিএসটি প্রত্যাহারের দাবীতে আজ স্মারকলিপি।
কেন্দ্রীয় সরকারের ৫ শতাংশ প্যাকেট জাত খাদ্য সামগ্রীর জিএসটি প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি ব্যবসায়ী সমিতির।

Leave a Reply