নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দ্রৌপদী মুর্মু নাকি যশবন্ত সিনহা? রামনাথ কোবিন্দের উত্তরসূরি কে হবেন? উত্তর জানা যাবে আর কিছুক্ষণ পরই৷ এদিকে আগামী পাঁচবছরের জন্য দ্রৌপদীই যে রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন তা ধরে নিয়ে বিজয় উৎসব পালন রানাঘাটে। বিজেপির রানাঘাট শহর মন্ডলের উদ্যোগে বিজেপি পার্টি অফিসের সামনে বিজয় উৎসব পালন করল বিজেপি কর্মী সমর্থকরা। বিলি করা হলো লাড্ডু। দ্রৌপদী মূর্মুই যে প্রথম জনজাতি গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি হতে চলেছেন তা একপ্রকার নিশ্চিত জেনে বিজয় উৎসব পালন করছে বিজেপি সমর্থকরা।
আগামী পাঁচবছরের জন্য দ্রৌপদীই যে রাইসিনা হিলসের বাসিন্দা হতে চলেছেন তা ধরে নিয়ে বিজয় উৎসব পালন রানাঘাটে।

Leave a Reply