নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– জলে ডুবে মৃত্যু হলো এক শিশু কন্যার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পূর্ব দেওগাঁওয়ে। মৃত ওই শিশুকন্যার নাম লক্ষ্মী ওরাওঁ ,বয়স দেড় বছর।পরিবার সূত্রে খবর, এদিন লক্ষ্মীর মা সুশীলা ওরাওঁ মেয়েকে বাড়িতে রেখে জমিতে কাজ করতে যান। বেলা এগারোটা নাগাদ লক্ষ্মীকে খুঁজতে গিয়ে তার দাদু বাড়ির পাশে একটি পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পান।এরপর তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে বলে খবর।ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
জলে ডুবে মৃত্যু হলো এক শিশু কন্যার।

Leave a Reply