নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বুধবার গভীররাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন কাঠের ব্রিজ এলাকার এক জনের বাড়ি থেকে উদ্ধার করা হয় এই সাপটিকে।
সাধারণ মানুষের মধ্যে সাপটিকে নিয়ে ভীতি থাকলেও উদ্ধারকারী পরিবেশ প্রেমী দেবার্ঘ্য রক্ষিত জানিয়েছেন, এটি সম্পূর্ণ নিরবিষ প্রজাতির সাপ, জলপাইগুড়ি, কুচবিহার, আসামের কিছু অঞ্চলে এদের দেখা মেলে।
নিরবিষ রেড কোরাল সাপ উদ্ধার।

Leave a Reply