আবদুল হাই, বাঁকুড়াঃ কপাল থেকে লম্বা করে মাথা পর্যন্ত আঁকা চন্দনের তিলক, গলায় তুলসির মালা, মুখে রাধাশ্যামের নাম, উদ্দেশ্য রাধাশ্যামের নাম শুনিয়ে সকলকে ভাল রাখা। মায়াপুর, বাঁকুড়া, কলকাতা, বৃন্দাবন সহ ইত্যাদি ইত্যাদি স্থানে ঘুরে বেড়ান পক্ষীরাজ বাইকে, সত্যি কত লোক সে কত রকম ভাবে জীবন যাপন করে তার হিসাব রাখা দুষ্কর কর।
বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোবিন্দপুর বাজারে আজ এরকমই এক ভিখারীর দর্শন পেলেন সাংবাদিক।
সকলকে ভাল রাখতে হবে, নিজে ভালো থাকতে হবে, রাধাশ্যামের নাম শুনিয়েই খণ্ডন করা যাবে মহাপাপ , সাংবাদিকের ক্যামেরার সামনে এরকমই দাবি করেন ওই ভিখারী।
রাধেশ্যাম নামমুখে নিয়ে ভিক্ষা, রাজ ভিখারি যাতায়াত করেন বাইকে।

Leave a Reply