বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ সন্ধ্যা ৬ টা নাগাদ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর শিবতলার বাসিন্দা গৌরাঙ্গ রায়ের বাড়ি থেকে একটা ৫ ফুটের মতো লম্বা বিষধর গোখরো সাপ দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মাকে। তিনি এসে ঐ বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করেন। আগামীকাল সাপটিকে বনদপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান সর্পপ্রেমী অমিত শর্মা। তিনি আরও জানান, সাপকে দেখে কেউ ভয় পাবেন না এবং সাপকে কেউ মারবেন না। সাপ দেখলে প্রয়োজনে আমাদের জানাবেন আমরা সেখানে গিয়ে উদ্ধার করে নিয়ে আসব।
৫ ফুট বিষধর গোখরো সাপ উদ্ধার হেতমপুরে।

Leave a Reply