সব খবর ডেস্ক:- এবার কমনওয়েলথ গেমসে সবথেকে বেশি নজর কাড়বে ক্রিকেট। এই প্রথমবার মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা হবে কমনওয়েলথ গেমসে। আর ক্রিকেট মানেই বড় আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ। বার্মিংহামে ২৮ জুলাই আয়োজিত হতে চলা এই গেমসের জন্য ইতিমধ্যে ১২ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে বলে খবর। ২০২২ কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট একটি গুরুত্বপূর্ণ অংশ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১৯৯৮ কমনওয়েলথ গেমসের পর ক্রিকেট প্রথমবার কমনওয়েলথ গেমসের অংশ হতে চলেছে।
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সের পর এটাই হতে চলেছে ইংল্যান্ডে অন্যতম বড় স্পোর্টিং ইভেন্ট। পাঁচ হাজারেরও বেশি অ্যাথলিট অংশগ্রহণ করবে এই গেমসে। ইতিমধ্যে ১.২ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গেছে। গেমস শুরু হওয়া পর্যন্ত সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। গেমস নিয়ন্ত্রণ করার জন্য ৪৫ হাজার ভলান্টিয়ার এবং বেতনভুক্ত কর্মীকে নিযুক্ত করা হয়েছে।
।। তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।












Leave a Reply