সুদীপ সেন, বাঁকুড়া:- করোনা র গ্রাফ ধীরে ধীরে রাজ্যে বৃদ্ধি পাচ্ছে। তাই বুস্টার ডোজের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের।
শহরাঞ্চলের সাথে সাথে গ্রামাঞ্চলেও বুস্টার ডোজে গভীর আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের দুটি উপস্বাস্থ্য কেন্দ্রে সোমবার বুস্টার ডোজ দেওয়া হয়।
ইতুড়ী উপস্বাস্থ্য কেন্দ্রে বুস্টার ডোজ নিতে মানুষের উৎসাহ লক্ষ্য করা যায়।
যদিও শালতোড়া র বি,এম, ও,এইচ ডাক্তার অনিক কুমার বিশ্বাস জানান,ব্লকের দুটি উপস্বাস্থ্য কেন্দ্রে আজ বুস্টার ডোজের টিকা দেওয়া হচ্ছে, পর্যাপ্ত পরিমাণ টিকা সরবরাহ হলেও অন্য সব স্বাস্থ্য কেন্দ্রেও বুস্টার ডোজের টিকা দেওয়া হবে।
সোমবার ইতুড়ী উপস্বাস্থ্য কেন্দ্রে ওই স্বাস্থ্য কেন্দ্রের অধীন গ্রাম গুলির বাসিন্দাদের বুস্টার ডোজের টিকা দেওয়া হয়।
Leave a Reply