কালিয়াগঞ্জ শহরকে সবুজায়ন করতে পৌর সভার বিশেষ বৃক্ষ রোপন অভিযান।

কালিয়াগঞ্জ, রাধারানী হালদার-২৬ জুলাই:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরকে সবুজায়ন করতে কালিয়াগঞ্জ পৌর সভা বিশেষ উদ্যোগ গ্রহন করে।মঙ্গলবার কালিয়াগঞ্জ পৌর শহরের রাস্তার ডিভাইডারের মাঝে মাঝে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা উপ পৌর পিতা ঈশ্বর রজক সহ কালিয়াগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ড কমিশনারগন।এবং কালিয়াগঞ্জ পৌর সভার নির্বাহী আধিকারিক।
কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা বলেন আমাদের তৃণমূল দলের পক্ষে পৌর নির্বাচনের পূর্বে বেশ কয়েকটি প্রতিশ্রুতির মধ্যে শহরকে সবুজায়ন করবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি তাদের দল ক্ষমতায় আসে। তাই কালিয়াগঞ্জ পৌর সভা সিদ্ধান্ত নিয়েছে তাদের তৃণমূল দল পৌর শহরের উন্নয়নের কারনে যত গাছ কাটা হয়েছে তার দ্বিগুণ গাছ শহরের বিভিন্ন স্থানে লাগানো হবে।আজ সেই বিশেষ বৃক্ষ রোপনের দিন। আজকের লাগানো বৃক্ষ গুলি ভবিষ্যতে কালিয়াগঞ্জ শহরকে সবুজয়ান করতে সাহায্য করবে বলে তিনি মনে করেন।কালিয়াগঞ্জ পৌর শহরের এন এস রোডের প্রনবানন্দ বিদ্যাপীঠ থেকে ধনকোলের
নশিরহাট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *