নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-হবিবপুর থানা অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে দুই বিএসএফের ক্যাম্প এরিয়া থেকে দুই বাংলাদেশি ধরা পরে।বি এস এফ সুত্রে ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,গতকাল আরাগাছি ক্যাম্প ও আইহো সুখনগর ক্যাম্পে দুই জায়গায় দিয়ে নদী পার হয়ে আসার সময় বিএসএফের হাতে ধরা পরে। গতকাল রাতে তাদের হবিবপুর থানা হাতে তুলে দেওয়া হয়। কি কারনে অবৈধ ভাবে প্রবেশ করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ ও হবিবপুর থানার পুলিশ।তাদের দুই জনের কাছে বাংলাদেশি কাছ থেকে পাওয়া গিয়েছে,বাংলাদেশি কিছু টাকা দুটি মোবাইল ফোন পাঁচ টি সিম কার্ড সহ তিন টি এটিম কার্ড। পুলিশ সুত্রে যানা গিয়েছে ওই দুই জনের নাম,আব্দুল রকিব আলী(২৯) বাংলাদেশের থানার ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ।ওপরজন মেধী হাসান শেখ(২১) বটিয়াঘাটা থানা এলাকায়
হবিবপুর থানা অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে দুই বিএসএফের ক্যাম্প এরিয়া থেকে দুই বাংলাদেশি ধরা পরে।

Leave a Reply