নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গ্রামীণ সড়ক,বোঝা বড় দায়,পিচের চাদর উঠে বৃষ্টির জলে ভাসমান রাস্তা।হাঁটু সমান জল ভেঙে পারাপার স্থানীয় সহ নিত্যযাত্রীদের।জল ভেঙে পার হতে দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।
এই দুর্ভোগের ছবি মালদা জেলা পরিষদের সভাধিপতির বাড়ির দুয়ারের।রাস্তা সংস্কারের দাবি তুলে পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন এলাকাবাসী।মালদহের চাঁচলের খেজুরিয়া মোড় থেকে হাজাতপুর ভায়া হয়ে জগন্নাথপুর পর্যন্ত প্রায় ১৫ কিমি দৈর্ঘ্যের রাস্তা পাঁচটি পঞ্চায়েত এলাকার লক্ষাধিক মানুষের ভরসা।সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে ঘোর বিপদের মুখোমুখি হচ্ছেন এলাকাবাসী সহ নিত্যযাত্রীরা।রাস্তার মাঝখানে তৈরী হয়েছে বিশালআকার গর্ত।পিচের চাদর উঠে বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা।এককথায় রাস্তার রুপ নিয়েছে মারণ ফাঁদের।সেই ফাঁদে পা দিয়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা।কখনও টোটো উল্টে কখন বাইক নিয়ন্ত্রণ হারিয়ে জখম হচ্ছেন চালক ও যাত্রীরা।
ওই রুটের থাহাঘাটি গ্রামে ঢোকার আগে রাস্তায় তৈরী হয়েছে বিশালকার গর্ত।সেখানে সাঁতার কাটছে হাঁস।সেই ছবিও ধরা পড়েছে।ওই মারণফাঁদ দিয়ে থাহাঘাটি হাই মাদ্রাসায় যেতে হয় পড়ুয়াদের।
রাস্তার ধারে আদর্শপল্লীতে অবস্থান করছে মালদা জেলা পরিষদের সভাধিপতির বাড়িও।সেখানেও বৃষ্টির জল জমে একাকার।এদিকে ওই রুটের মহব্বতপুর,বালিডাঙা,নদীসিক,ধঞ্জনা,শেরবাবর সহ বিভিন্ন গ্রামের মোড় গুলিতে তৈরী হয়েছে বড় বড় গর্ত।কয়েকবছর ধরে এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চলাচল করতে হয় কলিগ্রাম,অলিহোন্ডা,
মকদমপুর,মহানন্দাপুর ও ভগবানপুর পঞ্চায়েত এলাকার লক্ষাধিক বাসিন্দাদের।
Leave a Reply