চাকরি দেওয়ার নাম করে আত্মসাতের পাশাপাশি সেই জালে পড়েছে কোলাঘাটের মৎস্য ব্যবসায়ীরা বলে অভিযোগ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎয়ের অভিযোগ উঠেছে অনেক দিন, এবার ক্ষুদ্র মাছ ব্যবসায়ীদের মাছের মূল্য না দেওয়ার অভিযোগ, ফলে কার্যত মাথায় হাত পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের মাছ ব্যবসায়ীদের, তবে অভিযুক্ত ব্যক্তি কারো কাছে অপরিচিত নয়, কোলাঘাট ব্লকের কোলা এক নম্বর অঞ্চলের প্রধান তথা প্রাক্তন কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ অতনু গুছাইত, জানা গিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই অতনু গুছাইত, বহুদিন আগেই চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা টাকা আত্মসাৎয়ের অভিযোগ উঠেছিল, তবে তখন থেকেই তার কোলাঘাটের বিশাল রাজপ্রাসাদ বাড়ি তালা বন্ধ, জানা গিয়েছে ঝাড়গ্রামে ফার্ম হাউস এবং হাওড়া জেলায় রাজপ্রসাদ রয়েছে অতনুর, শুধু তাই নয় দুই মেদিনীপুর সহ হুগলি,হাওড়া জেলায় চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎয়ের অভিযোগ রয়েছে অতনুর বিরুদ্ধে, এরই মাঝে ঘটল মজাদার ঘটনা, জানা গিয়েছে মাঝেমধ্যেই কোলাঘাট বাজারে হাজার হাজার টাকার মাছ কিনতেন অতনু, কখনো টাকা দিতেন আবার কখনো ধার নিতেন বলে স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে, তবে প্রাক্তন শিক্ষা মন্ত্রী গ্রেফতারের পর থেকে বন্ধ তার মোবাইল, ফলে চিন্তায় মাথায় হাত পড়েছে এলাকার মৎস্য ব্যবসায়ীদের, কারণ তাদের কাছে ধারের অংকটা দাঁড়িয়েছে হাজার হাজার টাকা। তাদের বক্তব্য মাঝেমধ্যেই তাদের কাছে মাছ কিনতে আসতেন অতনু, মাঝে মাঝে নগদ পয়সায় নিয়ে যেতেন আবার কখনো বা ধার করতেন পরে অবশ্য সেই বকেয়া টাকা দিয়ে দিতেন,এই ভাবেই ধারের অঙ্ক দাঁড়িয়েছে বহু, তারই মাঝি এই ঘটনার পর কার্যত চিন্তিত এলাকার মাছ ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *