সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বাজারের চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে দেখা গেলাে খোদ বিধায়ককে।ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং শহর। মূলত এই ক্যানিং শহর ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত।সাধারণ মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে বিধায়ক, পঞ্চায়েত প্রধান,পঞ্চায়েত সদস্যদের বাড়িতে কিংবা অফিসে দ্বারস্থ হতেন।বৃহষ্পতিবার দেখা গেলো এক ভিন্ন চরিত্র। খোদ ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক ক্যানিং শহরের একটি চায়ের দোকানে বসে রয়েছেন। একের পর এক সাধারণ মানুষের সমস্যার সমাধান করেদিচ্ছেন। কেউ এসেছিলেন চিকিৎসা সংক্রান্ত সাহায্যের আবেদন নিয়ে,কেউ বা পারিবারিক সমস্যা,আবার কেউ স্কুলে পড়াশোনার খরচ যোগাতে না পারায় সাহায্যের জন্য এসেছিলেন।প্রায় ঘন্টা দুয়েক সময় চায়ের দোকানে বসে একের পর এক সমস্যার সমাধান করলেন খোদ বিধায়ক নিজেই।এদিন বেশ কিছু অসুস্থ মানুষজন কে সাহায্য করার পাশাপাশি বেশ কিছু অসহায় দুঃস্থ স্কুল ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলেদেন।
বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন ‘সাধারন মানুষ আমাদের কে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা তাঁদের ভোটে জিতে বিধায়ক হয়েছি। ফলে তাঁদের কাছে গিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।ফলে একদিকে যেমন জনসংযোগ বাড়বে ,আবার অপরদিকে সাধারণ মানুষ তাঁর পরিষেবা হাতের নাগালে পেয়ে উপকৃত হবেন।’
বিধায়কের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাঁদের দাবী,পরেশরাম দাস যখন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তখন থেকে সাধারণ মানুষের কাছে গিয়ে সুখ দুঃখের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। সেই ধারা তিনি বজায় রেখেছেন।’
বিধায়কের অনন্য উদ্যোগ, চায়ের দোকানে জনসংযোগ।

Leave a Reply