ঢ্যাঁরা পিটিয়ে অভিনব কায়দায় ভগবানপুরে পার্থর বিরুদ্ধে মিছিল বিজেপির।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  টেট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ইতিমধ্যেই এই ইস্যুকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলি পথে নেমেছে, কখনো দেখা গিয়েছে প্রতিকি পার্থ চট্টোপাধ্যায় বানিয়ে কোমরে দড়ি বেঁধে বিক্ষোভে সামিল হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপির অভিনব কায়দায় শুক্রবার বিক্ষোভ মিছিল করলো বিজেপি নেতাকর্মীরা। সব জায়গায় দেখা যায় নকল পার্থ সাজিয়ে কোমরের দড়ি পরিয়ে পথে ঘুরিয়া বিক্ষোভ দেখাতে কিন্তু এবার ভগবানপুরে রাজা রাজার আমলের মতো ঢ্যাঁরা পিটিয়ে মানুষের কাছে গিয়ে জানান দিয়ে পার্থর কেলেঙ্কারির কথা বলতে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের। ভগবানপুরের নিমতলা থেকে কোটনৌড়ি মোড় পর্যন্ত এভাবেই অভিনব কায়দায় মিছিল করল বিজেপি।
এই মিছিলে কয়েকশো কর্মী সমর্থক পা মেলায়।
এমনকি স্লোগানের শোনা যায় চোর চোর চোরটা তৃণমূলের ছেলেটা। এই বিষয় নিয়ে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, যে যে এই কেলেঙ্কারিতে যুক্ত তাদেরকে অবিলম্বে উপযুক্ত শাস্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *