পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গায়ে যা তেল হয়েছে সব গলে যাবে,আর এই যে শুরু হয়েছে উপর থেকে নিচ অব্দি আসবে,মানুষ গিয়ে বাড়ি থেকে বের করে গাছে বেঁধে জুতোপেটা করবে, শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পাথরপাড়া এলাকায় দলীয় কর্মসূচিতে এসে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন BJP র সর্বভারতীয় সহ-সভাপতি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ, এই দিন তিনি বলেন গত বিধানসভায় জিতে গিয়ে নিজেকে সের মনে করেছে, বাড়িতে ঢুকে আমাদের কর্মীদের মেরেছে, আমাদের পঞ্চায়েত কে কিনে নিয়ে ভেঙে দিয়েছে, আপনারা এখানে দু-দুবার পঞ্চায়েতে তৃণমূলকে হারিয়েছেন, টাকা দিয়ে পুলিশ দিয়ে বার বার নিয়ে গেছেন, আগামী দিনে তৃণমূল আবার এখানে হারবে আমাদের পঞ্চায়েত গড়বে, যারা এতদিন বালির টাকা পাথরের টাকা নিয়ে এসেছেন এবং আমাদের কর্মীদের মারধর করেছেন আগামী দিনে তাদের রাস্তায় দাঁড়িয়ে জামা কাপড় খুলে দেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না পাশাপাশি ফের একবার কাঁচা বাঁশ কেটে রাখার আখ্যা দিলেন তিনি।
গায়ে যা তেল হয়েছে সব গলে যাবে,আর এই যে শুরু হয়েছে উপর থেকে নিচ অব্দি আসবে : দিলীপ ঘোষ।

Leave a Reply