পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়্গপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে পৌঁছান এবং সেখানে অবস্থিত প্রান্তিক ময়দানে চা চর্চায় অংশগ্রহণ করেন এবং সেখানেই স্থানীয় কিছু বয়স্ক মানুষ তারা মাননীয় দিলীপ ঘোষ কে একটি আবেদন পত্র জমা দেন এবং তাতে তারা দিলীপ ঘোষের কাছে আবেদন করেছেন যে রেলওয়ে মাটি বিআরএম কে বলে সংরক্ষণ করে দেয়ার ব্যবস্থা করার জন্য কারণ মাটি নষ্ট হয়ে যাচ্ছে এবং সেখানে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল হাওড়া গ্রামীণ থানার অন্তর্গত ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করলেন তিনি।
একাধিক প্রসঙ্গ নিয়ে বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

Leave a Reply