কোলাঘাটের রূপনারায়ণ নদের পাড়ে নদীর বাঁধ বসে গিয়ে আবার ফাটল, আতঙ্কে সাধারণ মানুষ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদের পাড়ে নদীর বাঁধ বসে গিয়ে আবার ফাটল দেনান বাবুয়া জমি রেজিষ্টার অফিস সামনে প্রায় ১৫০মিটার নদীর বাঁধের রাস্তায় ফাটল, প্রায় রাস্তার ৫ ফুট থেকে ৬ ফুট চওড়া, ১ ফুট বসে গিয়েছে ফলে কোলাঘাট স্টেশন হইতে দেনান সংলগ্ন প্রায় ৪০ থেকে ৫০ টি গ্ৰাম বিছিন্ন হওয়ার আশঙ্কা ( দৈনিক ৫০০০০/ হাজার মানুষ সহ ছাএছাত্রি যাতায়াতের গভীর সমস্যার সম্মুখীন হত্তযার সম্ভাবনা কোলাঘাট ব্লক কংগ্রেস পক্ষ থেকে পরিদর্শন করলেন কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন কথা বলেন স্থানীয় বাসিন্দা দের সঙ্গে কষ্টের, আতঙ্কের দিনযাপন অভিযোগ শুনলেন সেচ দপ্তর আধিকারিকদের সাথে কথা বলেন, অভিযোগ করলেন, গত ইয়াস, আমফান, প্রাকৃতিক দুর্যোগের পর নদীর বাঁধ মেরামত নামে,ও পীচ রাস্তা মেরামতের জন্য) এবং গত কয়েক দিন আগে একাধিক জায়গায় বস্তা দিয়ে বাঁধ মেরামতের জন্য কোটি কোটি টাকা জনগণের টাকা খরচ হয়েছে, অথচ ১৫ দিনের মধ্যে প্রায় অর্ধেক অংশে বস্তা নদীর জলের তলায় চলে গিয়েছে, তার দুর্নীতি, তদন্ত ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও স্থায়ী সমস্যা সমাধান কংক্রিটের ঢালাই নদীর বাঁধ নির্মাণ (দেনান বাজার হইতে কোলাঘাট জলপ্রকল্পে পর্যন্ত) ও নদীর বাঁধের ধারে একাধিক নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ প্রতিবাদ ও উপযুক্ত ব্যাক্তি ও জড়িত অফিসারদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি করলেন এবং আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন মহাশয়, কথা বললেন, ফোনে সেচ দপ্তর আধিকারিকদের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *