নচিকেতার দেওয়া নাম চা ও সঙ্গে নচিকেতা , দোকানে ছুটে আসে নবীন থেকে প্রবীন।

আবদুল হাই, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসিন্দা, বছর তনুমন বন্দোপাধ্যায়।ছোটো থেকেই নচিকেতার অন্ধ ভক্ত এবং নিজেও একজন শিল্পীও বটে। ব্যাক্তি জীবনে পেশাগত ভাবে তাকে অনেক ঘাত ও প্রতিঘাতের সন্মুখীত হতে হয়েছে। একদিন হঠাৎ করেই তার সংগীত গুরু নচিকেতা চক্রবর্তীকে নিয়ে বেঁধে ফেললেন একখানা গান, সেই গান সোস্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াতে, চোখে পড়লো নচিকেতার, সমন পাঠালেন তনুমন বাবুকে বাস্ তার পর থেকেই শুরু গুরু শিষ্যর সক্ষতা।তনুমন বাবু বেলিয়াতোড়ের ৬০ নং জাতীয় সড়কের ধারে নিজের জমানো পুঁজি দিয়ে কিনে ফেললেন এক ফালি জায়গা, কি করবেন সেই জায়গাতে তা ভেবে না পেয়ে, গুরুর উপদেশ নিয়ে খুলে ফেললেন চা ও সঙ্গে নচিকেতা নামে একটি চায়ের দোকান। হরেক রকম চা মালায় চা,চকলেট চার পসরা সাজিয়ে শুরু হলো এই দোকানের পথ চলা। পথ চলতি মানুষদের চায়ের সাথে বিনোদন হিসেবে উপহার দিয়ে চলেছেন নচিকেতার অজানা সব গান। সন্ধ্যার ঢল নামলেই এলাকার নবীন থেকে প্রবীন শুরু করে পথ চলতি মানুষ সবাই ছুটে আসে একটু বিনোদনের রস আস্বাদন করতে। তবে তনুমন বাবুর একটাই আফসোস যার জন্য বাজার অনুপ্রেরণায় এই কর্মকাণ্ড সেই মানুষটার চরণধূলি এখনো পর্যন্ত তার দোকানের পড়েনি, তবে শীঘ্রই এই শিল্পীর চরণধূলি পড়বে তার দোকানে এই আশাতেই বুক বাঁধছেন বেলিয়াতোড়ের তনুমন বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *