জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের সাথে দেখা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস । ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান ও জলপাইগুড়ি অতিরিক্ত জেলাশাসক ও জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার পরিষেবা দেওয়া কথা বলেন। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার শিতলকুচি গিয়ে মৃত পরিবারের সদস্যদের সরকারি নিয়মে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। অরুপ বাবু আরও বলেন,’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিচ্ছেন। পাশ্ব রয়েছে মৃত ও আহতদের পরিবার গুলির।’
জল্পেশগামী পুর্ণ্যার্থীদের দুর্ঘটনায় মৃত ১০ পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখা করতে এসে বললেন মন্ত্রী অরুপ বিশ্বাস।

Leave a Reply