সুদীপ সেন, বাঁকুড়া:- উত্তর বাঁকুড়ার মানচিত্রে বিহারী নাথ পাহাড় একটি উল্লেখ যোগ্য নাম।
সুদৃশ্য অরণ্য পরিবেষ্ঠিত এই পাহাড়।
এর প্রাকৃতিক সৌন্দর্য্য যেকোনো পর্যটন কেন্দ্র কে হার মানাবে।
সারা বছর দুর দূরান্তের বহু মানুষ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে এখানে আসেন।
রয়েছে পাহাড় ঘেঁষা কিছু বেসরকারি ও সরকারি লজ।
তবে সবার চেয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার স্থান হলো শালতোড়া পঞ্চায়েত সমিতি পরিচালিত বিহারী নাথ ইকো ট্যুরিজম পার্ক।
একে বারে এই লজের গা ঘেঁসে বিহারী নাথের অরণ্য এই লজ কে অনন্য করে তুলে তুলেছে।
শ্রাবণ মাসের সোম বারে এই পর্যটন কেন্দ্রে প্রায় হাজার পঞ্চাশ মানুষের সমাগম হয় বলে কমিটি সূত্রে জানা যায়।
এই অগুনতি শিব ভক্ত গণ স্নান করে বিহারী নাথের শিব বাবার মাথায় জল ঢালে।
কমিটির পক্ষ থেকে টুটুল মিশ্র ও বসন্ত মিশ্র জানান, দীর্ঘ কয়েক বছর ধরে এই শ্রাবণী মেলা চলে আসছে। এর সঠিক সময় অনেকেই জানে না।
বর্তমানে এই মেলা জনপ্রিয় হওয়ায় লোক সমাগম বেড়েছে।
তাঁরা এই মেলা উপলক্ষে ব্লক ,জেলা ও পুলিশ প্রশাসনের উল্লেখ যোগ্য সহযোগিতার কথা জানান।
এই বিপুল জন সংখ্যাকে মুন্সিয়ানার সাথে সামাল দেন শালতোড়া থানার পুলিশ প্রশাসন ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে সহায়তা করেন।
Leave a Reply