নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করলো সিপিএমের ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই। রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের এক কর্মীকে নকল পার্থ সাজিয়ে হুইল চেয়ারে বসিয়ে মিছিলে ঘোরানো হয়। তার সঙ্গে চলে জোরদার “চোর ধরো জেল ভরো” স্লোগান। নকল পার্থকে দেখতে রাস্তার ধারে হুমড়ি খেয়ে পরে সাধারণ মানুষ। সিপিএমের ছাত্র যুব সংগঠন পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যেভাবে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ তার কয়েকজন মহিলা সহকর্মীর নাম জড়িয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করলো সিপিএমের ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই।

Leave a Reply