Du কলমের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান।

মহীতোষ গায়েন, কলকাতা:- ৩০ শে জুলাই যোধপুর পার্ক আরটোগ্রাফ মিডিয়া অ্যান্ড স্টুডিও ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো Du ~ কলম তৃতীয় সংখ্যাটি। বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক কবি ও নাট্যশিল্পীদের উপস্থিতিতে বইটি উন্মোচন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, ড: ময়ূরী মিত্র, চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অভিযান বন্দ্যোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, অনন্ত কৃষ্ণ দে এবং সুমন চৌধুরী।

Du~ কলমে এই সংখ্যায় প্রথমবার কলম ধরলেন যাঁরা, তাঁদের হাতে বিশেষ সম্মানসূচক উপহার তুলে দেন সম্পাদিকা সুদেষ্ণা মিত্র। এই বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন সেই জন্মলগ্ন থেকে জুড়ে থাকা বহু সৃষ্টিশীল লেখক, লেখিকা,কবি এবং তিনজন ছোট্ট বন্ধু। সকলের হাতে তুলে দেওয়া হয় সামান্য উপহার।

আজ ছোটো একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কবি শাশ্বতী ভট্টাচার্য্য, সুপ্তশ্রী সোম, অনুপ কুমার দে এবং কল্যাণী মিত্র ঘোষের কবিতা পাঠ বড়োই শ্রুতিমধুর। অলোক মুখোপাধ্যায়ের অণুগল্প মনে রেশ রেখে যায় বহুক্ষণ। অনুষ্ঠান শেষে ছোট্ট দুই বন্ধু শ্রীকা পরিবেশন করে একটি রবীন্দ্রসংগীত এবং পাশ্চাত্য সংগীত বেজে ওঠে প্রতীতির সিন্থেজাইজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *