পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাত সকালে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে গিয়ে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের চাউলখোলা এলাকায়, জানা গিয়েছে মঙ্গলবার সকালে বড়বাড়ি গ্ৰামের গঙ্গাখালি খালে এলাকার এক নিখোঁজ ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।সূত্রের খবর দেভোগ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত চাউলখোলা গ্ৰামের বাসিন্দা সুশান্ত মাইতি, যার বয়স আনুমানিক ৬১ বছর, পরিবার সূত্রে জানা যায় সপ্তাহখানেক থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি।স্থানীয়দের অনুমান ওই ব্যক্তিকে কেউ খুন করে দেহ খালের জলে ফেলে দিয়েছে।কিন্তু কি কারণে এই খুন তদন্ত করে দেখছে ভবানীপুর থানার পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পাশাপাশি শোখের নেমে এসেছে ওই পরিবারে।
নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ভবানীপুর থানার চাউলখোলাতে।

Leave a Reply