কোচবিহার, ২ আগস্টঃ তিন দফা দাবীর ভিত্তিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন পঞ্চায়েত কর্মচারী সমিতির। এদিন তারা কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ানের কাছে স্মারকলিপি দেন তারা। এদিন প্রথমে তারা কোচবিহার শহরের ঘাস বাজারে জমায়েত ও পথসভা করেন। পরে মিছিল করে কোচবিহার শহরের কাছারি মোড় হয়ে সাগরদিঘি পরিক্রমা করেন জেলাশাসকের করণে এসে উপস্থিত হন। সেখান থেকে তাঁদের ওই ৩ দফা দাবী নিয়ে ৫ জনের প্রতিনিধি দল জেলাশাসকের কাছে গিয়ে ডেপুটেশন দেন।
এদিন সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কর্মচারী সমিতি সমুহের কোচবিহার জেলার যৌথ কমিটির সম্পাদক অজিত দত্ত, পঞ্চায়েত কর্মচারী সমিতি সমুহের কোচবিহার জেলার যৌথ কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ দে সহ আরও অনেকে।
তাঁদের দাবী, পঞ্চায়েত স্তরে কর্মচারীদের পদন্নোতি ও শুন্যপদ পূরণ, কাজের ক্ষেত্রে নানা ভাবে হয়রানি ও বদলি করার প্রতিবাদ এবং বহু কর্মীর বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে আজকের এই স্মারকলিপি বলে জানা গিয়েছে।
তিন দফা দাবীর ভিত্তিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন পঞ্চায়েত কর্মচারী সমিতির।

Leave a Reply