নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপের ভাগীরথী নদীর সাতে বয়ে চলা ক্ষরে নদীতে জলের পরিমান কম থাকায় ও পার্শ্ববর্তি করিমপুর, চাপরা সহ বিভিন্ন এলাকার পাট পচা জল ক্ষরে নদীতে চলে আশায় নদীর মাছ সব মরে যাচ্ছে, ।
ফলে আর্থিক ক্ষতির মুখে পরতে হচ্ছে নবদ্বীপ ব্লকের স্বরূপ গঞ্জ পঞ্চায়েত এলাকার অসংখ্য মৎসজীবি মানুষের।
নবদ্বীপের ক্ষোরে নদীতে এভাবে প্রায় মাছশূন্য হয়ে পড়ায় বেকার হয়ে পেশা থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন জেলেরা।
নদীয়া জেলার করিমপুর, রাধানগর, চাপড়া, তেহট্ট সহ বিভিন্ন এলাকায় নদীর দু’তীরে পাট পচাতে দেখা গেছে। ফলে মাছ মরে-পচে যাওয়ায় নদীগুলো প্রায় মাছশূন্য হয়ে পড়েছে। সেখানকার এক মৎস্যজীবী সুশান্ত হালদার বলেন, পাট পচানো জলের জন্য জল কম থকায় সমস্ত মাছ মরে যাচ্ছে। এখন আর মাছ ধরা যাবে না, আবার এক বছর পর মাছ হবে। এতে আমাদের ভীষণ অসুবিধায় পড়তে হলো। কয়েকশ’ জেলে বছরের পর বছর ধরে এসব নদী থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নদীতে পাট জাগ দেওয়ায় প্রায় ছয়মাস নদী থেকে কোনো মাছই ধরা যাবে না।
Leave a Reply