সদাইপুর থানার পক্ষ থেকে মহরম উপলক্ষে শান্তি বৈঠক।

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- ইসলামিক আরবি সনের প্রথম মাস হচ্ছে মহরম মাস। আর এই মাসেই পালিত হয় মহরম উৎসব। এই উৎসব হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষদের বড় উৎসব। তাই আর কয়েকদিন পরই মহরম উৎসবে মেতে উঠবেন বীরভূম জেলার সদাইপুর থানা এলাকার বাসিন্দারা। মহরম উৎসবে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই সজাগ থাকবেন পুলিশ কর্মীরা। পাশাপাশি  মহরম উৎসব যাতে মহা ধুমধামের সাথে পালিত হয় সে বিষয়ে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় বক্রেশ্বর সোনাঝুরির কমিউনিটি হলে সদাইপুর থানা এলাকার সমস্ত মহরম কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, রত্নাকর মন্ডল, বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সহ সদাইপুর থানা এলাকার মহরম কমিটির সদস্যরা। উল্লেখ্য, কারবালা প্রান্তরে মহরম মাসের ১০ তারিখে এজিদের হাতে শহীদ হয়েছিলেন ইমাম হোসেন ও তাঁর সঙ্গী সাথীরা। তাই সেই দিনটাকে স্মরণ করে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা মহরম উৎসব পালন করেন। ঐদিন সদাইপুর থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে তাজিয়া বের হয়। তাই এই মহরম উৎসব উপলক্ষে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই উদ্দেশ্যেই বীরভূম জেলা পুলিশ ও সদাইপুর থানার পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *