জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ নামাজের পর, নবাববাড়ি মসজিদে আসন্ন মহরম উপলক্ষে, বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর সকলকে দেবা হয় মিষ্টি।পাশাপাশি তৈরি হচ্ছে তাজিয়াও।
আগামী মঙ্গলবার ৯ ই অগাস্ট মহরম পালিত হবে বলে জানান, সাদ্দাম হুসেন।
মুসলিম সম্পদায়ের মানুষদের মহরমের প্রস্তুতি শুরু হলো জলপাইগুড়িতে।

Leave a Reply