নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- গোয়ালঘরের আগুন থেকে ভস্মীভূত হল তিন ভাইয়ের শোবার ঘর।অগ্নিকান্ডের জেরে কয়েক লক্ষ টাকা গবাদি পশু মারা গিয়েছে।তবে ঘটনায় কেউ জখম হয়নি।শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডটি ঘটেছে মালদহের চাঁচল থানার রামদেবপুর গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ওই এলাকার মজিফুদ্দিনের গোয়ালঘরের আগুন থেকে এই কান্ড।মফিজুদ্দিন,সফিল ও কপিল এই তিন ভাইয়ের শোবার ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে।মুহুর্তের মধ্যে সব কিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় আর দমকলকে খবর দেননি গ্রামবাসীরা।নিজেরাই আগুন নেভাতে সক্ষম হয়েছে।তবে পুড়ে গিয়েছে সবটাই।বাসিন্দাদের প্রাথমিক অনুমান
মশা তাড়ানোর কয়েল থেকেই গোয়ালঘরে অগ্নিকান্ড।এদিকে অগ্নিকান্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।মারা গিয়েছে কয়েকটি গবাদি পশু।ঘরের মজুত তিন ভাইয়ের ধান,চাল,নথি সহ আসবাব পত্র সবটাই পুড়ে ছাই হয়েছে।এইরকম আকস্মিক ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গৃহস্থ পরিবার গুলির মধ্যে।সরকারি সাহায্য না মিললে পথে বসতে হবে বলে জানাচ্ছেন দুর্গতরা।
গোয়ালঘরের আগুন থেকে ভস্মীভূত হল তিন ভাইয়ের শোবার ঘর।

Leave a Reply