নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত ২৯ এ জুলাই ছিল সর্বভারতীয় ক্ষেত্রে আসরের প্রতিষ্ঠা দিবস। আসরের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজ রানাঘাট সব পেয়েছির আসরের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল উদ্যোক্তারা।এদিন রানাঘাট ব্রজবালা স্কুলে রানাঘাট সব পেয়েছির আসরের সোনার কাঠি ভাইবোনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়। অনুষ্ঠানে প্রদর্শিত হয় বিভিন্ন ড্রিল। একইসঙ্গে ঐতিহ্য প্রাচীন রানাঘাট সব পেয়েছির আসর আবার স্বমহিমায় ফিরে আসায় অংশ নেয় অনেক প্রাক্তনীয়ও এ বিষয়ে আমাদের জানানো হয়।
আসরের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজ রানাঘাট সব পেয়েছির আসরের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল উদ্যোক্তারা।

Leave a Reply