আবদুল হাই, বাঁকুড়াঃ সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে মহরম উৎসব। প্রাচীনকাল থেকেই মহরম উৎসব পালন হয়ে আসছে। মহরম একটি আরবী শব্দ যার অর্থ পবিত্র। এই মহরম উৎসবকে ঘিরে চলে নানা ধরনের অনুষ্ঠান।আজ বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের রসুলপুরে মহরম উৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিকে কেন্দ্র করে রসুলপুর এলাকা উৎসবে পরিণত হয়েছে। এদিনের রক্তদান করতে আসা রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ হামিদ, দিলীপ ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।
মহরম উৎসবে রক্তদান শিবির।

Leave a Reply