দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ২২ শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বীরভূম জেলার দুবরাজপুরের সপ্তসুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করা হল। গতকাল সোমবার সন্ধ্যায় দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পালকি অনুষ্ঠান ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রতিকৃতিতে মাল্যদান করেন ঐ ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, সপ্তসুর কালচারাল সোসাইটির কর্ণধার সুরেশ দাস সহ আরও অনেকে। এরপর কবিতা, গান, আবৃত্তি ও রবীন্দ্র নৃত্য পরিবেশন করে সপ্তসুর কালচারাল সোসাইটির ছাত্রীরা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী, সপ্তসুর কালচারাল সোসাইটির কর্ণধার সুরেশ দাস, বিশিষ্ট শিক্ষক দীপক দত্ত সহ বিশিষ্টজনেরা। এদিন সুরেশ দাস জানান, আমাদের সংস্থার পক্ষ থেকে বিগত দু’বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি। পাশাপাশি আমরা দুবরাজপুর শহরের সামাজিক সংগঠনগুলোকে বৃক্ষ প্রদান করা হল।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন।

Leave a Reply