পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র মহরম,আর এই মহরম উৎসবকে সামনে রেখে এই দিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর কলাগ্রাম অঞ্চলের কাঁটাগাড়িয়া এলাকায় ১৩ টি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে মহা ধুমধামের সঙ্গে পালন করা হলো মহরম, তাজিয়া এবং বিভিন্ন ধরনের বাজনা নিয়ে ১৩ টি গ্রাম পরিক্রমা করার পর অবশেষে কাঁটাগাড়িয়া কারাবলার ময়দানে শান্তিপূর্ণভাবে শেষ করা হয় এই উৎসব।
কেশপুরের কাঁটাগাড়িয়ায় মহা ধুমধামের সঙ্গে পালন করা হলো মহরম উৎসব।

Leave a Reply