পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:–মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একটি শ্রদ্ধার্ঘ্য সভা অনুষ্ঠিত হয় তমলুকের বেনেপুকুর পাড়ে। তমলুক পৌরসভা থেকে একটি পদযাত্রা বের হয় বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে এবং তা পৌঁছে তমলুকের বেনে পুকুর পাড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া, পৌর প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় প্রমুখ। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র এই আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তমলুক শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতছাড়ো আন্দোলন বর্ষপূর্তি উদযাপন।

Leave a Reply