মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে কালাপাহাড়ির ঢালে চাদর চড়ালেন বর্ধমান শহর জয়হিন্দ বাহিনীর সদস্যরা।

রামকৃষ্ণ চক্রবর্তী, পূর্ব বর্ধমান:- আজ, ৯ অগাস্ট দেশজুড়ে পালিত হচ্ছে মহরম। রমজানের পর মহরমকে ইসলামে সবচেয়ে পবিত্র মাস হিসাবে বিবেচনা করা হয়। এইতো নানা ভাষা নানা ধর্মের তাই এ সব ধর্মের উৎসাবই মহাসমরহে পালিত হয়।মঙ্গলবার মহরম উপলক্ষে আজ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রানীগঞ্জ বাজার এলাকায় কালাপাহাড়ীর ঢালে চাদর চড়ালেন শহর জয়হিন্দ বাহিনী সদস্যরা। তৃণমূল কংগ্রেস শহর জাহিদ বাহিনীর চেয়ারম্যান যোগেশ্বর দাস বৈরাগ্য বলেন, এই পবিত্র দিনে তারা মাজারে চাদর চড়িয়ে ঈশ্বরের কাছে রাজ্যের মানুষের সুস্থতা কামনা করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করলেন কারণ মুখ্যমন্ত্রী সুস্থ থাকলেই দেশের মানুষের উন্নয়ন হবে বলে তিনি জানান। তৃনমূল কংগ্রেস শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস বলেন, তারা সকলে মিলিত হয়ে দেশের মানুষের মঙ্গল কামনা করলেন, এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে এদেশে যাতে একত্রিত হয়ে থাকতে পারে সেই প্রার্থনায় তিনি এই দিন করেন ঈশ্বরের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *