সেঁজুতির উদ্যোগে কবিগুরুর স্মরণে ‘শ্রাবণ সন্ধ্যা’।

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- বাঙালির মনে- প্রাণে, সুখে-দুঃখে, উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর থাকেন। বলা যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন। তাই তো ২২ শে শ্রাবণ এতটাই গুরুত্বপূর্ণ দিন। বাংলা ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই বছর রবীন্দ্র প্রয়াণের একাশিতম বার্ষিকী। আর এই বিশেষ দিন উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের মহিলা পরিচালিত সেঁজুতি সংস্থার উদ্যোগে আয়োজিত হল ‘শ্রাবণ সন্ধ্যা’। এই অনুষ্ঠানটি দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে আয়োজিত হল। গতকাল সোমবার সন্ধ্যায় প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। এদিন কবিতা, গান, আবৃত্তি, রবীন্দ্র নৃত্যে রবীন্দ্র নাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি এই সংস্থার পক্ষ থেকে শিশু অভিনীত নাটক অমল ও দইওয়ালা মঞ্চস্থ হয়। নাটকটি দেখে মুগ্ধ হোন দর্শকরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, কার্যকরী সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ গুণীজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *