পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- NRGS এর কাজ না করেই ফলক, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরের কয়েক ঘন্টা আগেই ২০২১ সালের এনআরজিএস প্রকল্পের খাল খননের ফলক লাগালো পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত। কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক অঞ্চলে পরমানন্দপুর এলাকার ডেনেজ খানের ধারে রুহিদাস পাড়ার সংলগ্ন স্থানে এই ফলকটা কয়েক ঘন্টা আগেই দেখতে পায় এলাকাবাসীরা। সেই ফলকে লেখা রয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম প্রকল্পে যদুপুর পুল থেকে রুহিদাস পাড়া পর্যন্ত খাল কাটার কাজ হয়েছে।খাল খনন হলো না অথচ ফলক বসেছে কী করে।যদিও শাসক দলের স্থানীয় সদস্যকে জানিয়েছে গ্ৰামবাসীরা প্রধানকেও জানিয়েছেন তারা। যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতৃত্ব বিজেপি নেতৃত্বের অভিযোগ সারা পশ্চিমবাংলা জুড়েই এইরকম দুর্নীতি চলছে, দীর্ঘদিনের সমস্যায় এলাকাবাসীদের জল নিকাশির, কিন্তু সেই খাল খনন না করেই লাগানো হলো ফলক, যদিও এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।
কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগেই কাজ না করেই লাগানো হলো ফলক,বৃন্দাবনচক এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply