স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তা বাড়লো ক্যানিংয়ে।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: – আগামী ১৫ আগষ্ট দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হবে।স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশন সহ অন্যান্য স্টেশনে নিরাপত্তা জোরদার করলো আরপিএফ।
উল্লেখ্য আন্তর্জাতিক মানচিত্রে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশন সুন্দরবনের প্রবেশদ্বার নামে খ্যাত।এই স্টেশন দিয়ে প্রতিদিনই লাখ লাখ নিত্যযাত্রী যাতায়াত করেন। যাতায়াত করেন সুন্দরবন ভ্রমণের হাজার হাজার পর্যটকরাও।এছাড়াও এই ক্যানিং স্টেশনের খুব কাছেই রয়েছে বাংলাদেশ সীমান্ত।৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগে কিংবা পরে যাতে করে সন্ত্রাসবাদীরা কোন প্রকার নাশকতার ছক তৈরী করতে না, পারে সেই কারণেই ক্যানিং স্টেশনের নিরাপত্তা জোরদার করলো শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনের আরপি এফ।নিরাপত্তা জোরদার করতে শনিবার সকাল থেকে ট্রেনের কামরা ও স্টেশন চত্বরে চলছে চিরুনী তল্লাশি অভিযান। এছাড়াও ক্যানিং স্টেশনে বসানো হয়েছে ৬ সিসিটিভি।
নিত্যযাত্রীদের দাবী ‘সারা বছর ধরে এমন চিরুনী তল্লাশি অভিযান চললে সন্ত্রাসবাদীরা নাশকতার ছক কষতে পারবে না। যাত্রীদের নিরাপত্তা আরো বেশী সুরক্ষিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *