হরঘর তেরাঙ্গা কর্মসূচিতে বিজেপি কর্মীদের দেওয়া ত্রুটিপূর্ণ জাতীয় পতাকা ঘিরে বিতর্ক বর্ধমানে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিকৃত জাতীয় পতাকা দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের পক্ষ থেকে

জাতীয় পতাকার তিনটি রং এর মধ্যে গেরুয়া রংটিকে বেশি রাখা হয়েছে এবং অপর দুই রংটিকে কম রাখা হয়েছে।

১৫ই আগস্টঃ স্বাধীনতা দিবস ,জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন সময় জাতীয় পতাকার অবমাননার ছবিও কিছু সামনে আসে। স্বাধীনতা দিবসের আগেই জাতীয় পতাকার অবমাননার এক অন্য চিত্র ধরা পড়লো বর্ধমানে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্ত্তি উপলক্ষে ‘হর ঘড় তিরঙ্গা’ কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। বিজেপির কর্মী সমর্থকরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা দিয়ে আসছেন । কিন্তু শহর বর্ধমানে দেখা গেল পতাকার যে সঠিক মাপ অর্থাৎ দৈর্ঘ্য ৩ মিটার ও প্রস্থ ২ মিটার সেই সঠিক মাপ নেই। এছাড়াও জাতীয় পতাকার তিনটি রং গেরুয়া সাদা ও গার সবুজ সেই তিনটি রং এর মধ্যে গেরুয়া রংটিকে বেশি রাখা হয়েছে এবং অপর দুই রংটিকে কম রাখা হয়েছে ।

এ এই বিষয়ে বর্ধমান শহরে এক বাসিন্দা জানান, এই ধরনের জাতীয় পতাকা জনসাধারণকে বিলি করা মানে জাতীয় পতাকাকে অপমান করা । এই ধরনের কার্যকলাপ যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে দেশদ্রোহী মামলা করা উচিত ।

যেহেতু বিজেপির দলীয় পতাকার রং গেরুয়া সেক্ষেত্রে গেরুয়া রংটিকে বেশি প্রাধান্য দিতে চাইছে বিজেপির কর্মী সমর্থকেরা। মানুষের মনে গেরুয়া রংটিকে প্রাধান্য দিয়ে বিজেপি সমর্থন নিতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *