নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গতকালই মহা ধুমধামে পালিত হলো স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি কিন্তু আজ ১৬ই আগস্ট দেখা গেল স্বাধীনতার পতাকা বাড়িতে পতপত করে উড়ছে। হাড় ঘর কর্মসূচিতে ১৫ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত পতাকা লাগানোর অনুমতি থাকলেও ভারতের আইন ও সংবিধানকে অমান্য করেই কোতুলপুরে আজও উড়ছে স্বাধীনতার পতাকা। তাও আবার যার তার বাড়িতে উড়ছে না তিনি একজন মেলেটারি চাকরিতে কর্মরত ব্যক্তি। তবে বাড়ির লোকের কোন প্রতিক্রিয়া মেলেনি। এক কথায় হুমকির সুরে ছবি তুলতে নিষেধ করেন।স্বাধীনতার পতাকা কে অমান্য করায় ক্ষোভে ফুসছে বুদ্ধিজীবী মহল। বীর শহীদদের থলো থলো রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতার পতাকা নিয়েই ছিনিমিনি খেলা আদৌ কি যুক্তিযুক্ত ?তাও আবার একজন সামরিক বাহিনীতে চাকুরীজীবী জোয়ানের । প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। এখন দেখার বিষয়, প্রশাসন এ ব্যাপারে কি প্রদক্ষেপ নেয়।
খোদ মেলেটারি চাকরিতে কর্মরত ব্যক্তির বাড়িতে আজও পতপত করে উড়ছে জাতীয় পতাকা।

Leave a Reply