নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিভিন্ন দাবি দাবা নিয়ে ফালাকাটা বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করা হলো। বৃহস্পতিবার ফালাকাটা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মোট চার দফার দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।
তাদের দাবি গুলি যথাক্রমে, ফালাকাটা ব্লক জুড়ে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি অবিলম্বে মেটাতে হবে ও নতুন কাজ দিতে হবে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের দ্বিগুণ আয়ের পথ দেখাতে হবে সহ দাবি দাবা নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সহ-সভাপতি মৃন্ময় সরকার, ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি কার্তিক ঘোষ, সহ সভাপতি জহর আচার্য ও আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শ্যামল সুত্রধর প্রমুখ।
বিভিন্ন দাবি দাবা নিয়ে ফালাকাটা বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করা হলো।।।।

Leave a Reply