কোচবিহার, ১৯ আগস্টঃ আজ জন্মাষ্টমী। গোটা দেশের সঙ্গে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হল কোচবিহারে। এদিন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎযাপন কমিটি ও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। এদিন ওই কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় ওই শোভাযাত্রা বের করা হয়।
জানা গেছে, জন্ম অষ্টমীর দিনে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে বিশ্ব হিন্দু পরিষদের এই শোভাযাত্রা বের করা হয়।সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য নিয়ম মেনে বিভিন্ন মন্দিরে পূজা দেওয়া, গীতা পাঠ করা, রামায়ন পড়া সহ বিভিন্ন কর্মসূচী রয়েছে।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কোচবিহারের শোভাযাত্রা বিশ্ব হিন্দু পরিষদের।

Leave a Reply