নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বর্ষাকালে নয়, খরা মরশুমে রাস্তায় থইথই করছে জল। জল জমে থাকার ফলে কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তার একাংশ।এই রাস্তাটি দিয়ে চলাচল করে কয়েকশো স্থানীয় বাসিন্দা সহ ছোটো ছোট স্কুল পড়ুয়ারা।ঘটনায় এলাকায় রীতিমত ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনাটি, ফালাকাটা ব্লকের মধ্য দেওগাঁও ১৩/৭০ পার্ট এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, খরা মরশুমে রাস্তার অবস্থা এমন হলে ঘোর বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এই রাস্তাটি। জানা গিয়েছে এই রাস্তাটির ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল কংগ্রেসের দেওগাঁও অঞ্চল উত্তরাংশের সভাপতি আহম্মেদ আলীর বাড়ি।স্থানীয়দের অভিযোগ, তিনিও এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করেন, তবুও মেরমতের উদ্যোগ নিচ্ছেন না।এই বিষয়ে আহম্মেদ আলী জানান,রাস্তার তিনদিকে জল নিকাসির ব্যবস্থা করতে কেউ জায়গা দিচ্ছে না।ফলে জল জমে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে।এই প্রসঙ্গে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রহীফুল আলম বলেন, বিষয়টি নিয়ে এলাকার পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে ফান্ডে অর্থ না থাকার জন্য মেরমত করা সম্ভব হচ্ছে না।অর্থ আসলে বালু পাথর দিয়ে মেরামত করা হবে।
বর্ষাকালে নয়, খরা মরশুমে রাস্তায় থইথই করছে জল।

Leave a Reply