নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-হবিবপুর থানার অন্তর্গত আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা গাড়ি চাকলদের অভিযোগ আইহো সিঙ্গাবাদ রুটে টোটোতে যাত্রী নিয়ে যাওয়া নিয়ম রয়েছে বাহাগোলা, কালিতলা পর্যন্ত কিন্তু নিয়ম না মেনে টোটো নিয়ে তারা কালিতলা পার করে বিভিন্ন জায়গায় যাওয়া হছে বলে অভিযোগ। সিঙ্গাবাদ রুটের গাড়ি চালকেরা টোটো আটকে দেওয়া বচসা সৃষ্টি হয়। অন্য দিকে টোটো চালকদের অভিযোগ তারা নিয়ম মেনে যাত্রী তুলে যাছিলেন তাদের টোটোতে রিজার্ভ নিয়ে যাওয়া নিয়ে কারো কোন নিয়ম বাধা নেই। তার মাঝে গাড়ি চালকেরা জোর করে টোটোতে যাত্রী নিয়ে যেতে বাধা দেওয়া হয়।তার জেরে বচসার শুরু হয় গাড়ি চালক ও টোটো চালকদের সাথে। আইহো সিঙ্গাবাদ রুটে রাস্তার উপরে গাড়ি চালকেরা অটো রেখে প্রায় এক ঘন্টা পথ অবোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনা স্থালে উপছায় হবিবপুর থানার পুলিশ অবশেষে সমাধানের আশ্বাস দেওয়া হলে পথ অবোধ তুলে নেওয়া হয় গাড়ি চাকদের তরফে।
হবিবপুর থানার অন্তর্গত আইহো বাসস্ট্যান্ডে টোটো ও গাড়ি চালকদের সাথে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা।

Leave a Reply