সুভাষ চন্দ্র দাশ,গোসাবা :- মঙ্গলবার প্রত্যন্ত গোসাবা ব্লকের লাহিড়িপুর হ্যামিলটন আবাদ জেটির উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব অত্রী ভট্টাচার্য
অতিরিক্ত সচিব সাগর চক্রবর্তী,প্রকল্প অধিকর্তা
রাজীব কুমার ঘোষ, গোসাবর বিডিও বিশ্বনাথ চৌধুরী, গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল, গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক,
সুন্দরবন উন্নয়ণ পর্ষদের মুখ্য বাস্তুকার দেবাশিস বিশ্বাস জেলাপরিষদ সবস্য অনিমেষ মন্ডল,স্থানীয় পঞ্চায়েত উপ প্রধান নিরঞ্জন মন্ডল সহ অন্যান্যরা।
উল্লেখ্য সুন্দরবনের দত্ত নদীর তীরেই জেমসপুর। প্রতিদিনই ওই জেমসপুর জেটিঘাট দিয়ে এলাকার হাজার হাজার নিত্যযাত্রী যাতায়াতা করেন গোসাবা হয়ে ক্যানিং কলকাতা।স্থায়ী কংক্রীটের কোন জেটিঘাট না থাকায় চরম সমস্যায় পড়তে হতো এলাকার সাধারণ মানুষজনদের কে। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকতো না।সাধারণ মানুষ যাতে করে দুর্ভোগে না পড়ে তারজন্য সুন্দরবন উন্নয়ণ পর্ষদ থেকে একটি কংক্রীটের জেটিঘাট তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।যার বাজেট ধরা হয়েছিল প্রায় ৪৫ লক্ষ টাকা।
মঙ্গলবার সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার’র হাত ধরে নতুন জেটিঘাট উদ্বোধন হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষজন খুশি।
গোসাবায় জেটিঘাট উদ্বোধন করলেন মন্ত্রী।

Leave a Reply