নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবারও সরকারি অনুদান পাবে পুজো কমিটি গুলি। এবং একইসঙ্গে তিনি ঘোষণা করেন এবার আরও দশ হাজার টাকা বেশি করে দেওয়া হবে পুজো কমিটি গুলিতে। যার ফলে গতবারের অনুদানের থেকে এবার ১০ হাজার টাকা বেড়ে পুজো কমিটিগুলি অনুদান পাবে ৬০ হাজার টাকা। যার ফলে অনেকটাই সুবিধা হবে পুজো কমিটি গুলির। এমনিতেই গত দু’বছর কোভিড পরিস্থিতির জন্য অর্থনৈতিক অবস্থা বেহাল। তাছাড়া বিজ্ঞাপনেরও অভাব। সেই কারণে মুখ্যমন্ত্রী এবারে দুর্গা পুজোর অনুদানের পরিমাণ বাড়ানোয় খুশি পুজো উদ্যোক্তারা।
মুখ্যমন্ত্রী এবারে দুর্গা পুজোর অনুদানের পরিমাণ বাড়ানোয় খুশি পুজো উদ্যোক্তারা।

Leave a Reply