১২দিন পর জামিনে পেলেন ১৩ জন এআইডিএসও কর্মী।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রতিশ্রুতি না রাখার দাবি দিয়ে যে ছাত্রছাত্রীদের আন্দোলনে সরব হয়। সেই সময় এক ছাত্র নেতাকে গলা চিপে ধরার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার জেলা কমিটির ডাকে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান এবং নিয়ম ভেঙ্গে পুলিশ সুপারের অফিসের ভিতরে ঢুকে পরে বিক্ষোভ দেখান অল ইন্ডিয়া ডিএসও-র কর্মী সমর্থকরা। সেখানে পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। ওই ঘটনায় এক মহিলা পুলিশের শ্লীলতাহানির হয় বলে অভিযোগ পুলিশের। ওই ঘটনার জেরে পুলিশ অল ইন্ডিয়া ডিএসও-র ৯ জন ছাত্র এবং ৪ জন ছাত্রীকে গ্রেপ্তার করেন।তাঁদের আদালতে তোলা হলে আদালত ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ১২ দিন জেল হেফাজত থাকার পর আজ তাঁরা মুক্তি পায়।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই ১৩ জন কর্মী সমর্থকরা জামিনের জন্যে যেসব আইনজীবিরা লড়াই করেছে তাঁদের কোচবিহার জেলা বার কাউন্সিলের সামনে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেওয়ার হয়।
এদিন এবিষয়ে আসামী পক্ষের আইনজীবী দিলীপ বর্মন জানান, প্রথম যেদিন কোর্টে ওদের প্রডিউস করা হয় আইপিসি ৩৩৩,৩৫৩ এবং ৩৫৪ এর ভিত্তিতে সেদিন থেকে আজ রিলিস এর দিন পর্যন্ত ২৫ জন কোচবিহারের বিশিষ্ঠ উকিল এর সহযোগিতায় এবং তত্ত্বাবধানে আমরা কোর্টকে সেটিফাইড করতে পেরেছি যে ধারা গুলো লাগানো হয়েছে এদের ওপরে সবটাই ইন্টেনশনালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *