রাজ্য সম্বেলনকে সামনে রেখে প্রচার পুস্তিকার উৎবোধন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ডিসেম্বর মাসের ২৪থেকে ২৬তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডনেশন কমিটির জলপাইগুড়ির রবীন্দ্রভবনে হতে চলেছে ২০তম রাজ্য সম্বেলন ।সেই সম্বেলন কে সামনে রেখে চারমাস ব্যাপী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে।তার মধ্যে রয়েছে,ম্যারাথন,জাঠা, সাস্থ্য শিবির, প্রাণী সাস্থ্য শিবির, অঙ্গন,বাইক রেলি ,কুইজ ইত্যাদি। মঙ্গলবার রাতে কর্মচারীভবনে সেই উপলক্ষে প্রচার পুস্তিকার উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্য কোঅর্ডনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিত দাস সহ,স্বপনরায়,বিরাজ রায়,রাজদীপ দত্ত উপস্থিত ছিলেন এই দিনের সাংবাদিক সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *